ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১, ২০২২
কুষ্টিয়ায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের 

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে যাওয়া অরিত্র নামে এক যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে দীপ্ত বাগচী (১৯) নামে এক কলেজছাত্রের।

শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলার মিলপাড়া তাজলক্ষী শ্মশানের  পেছনে গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দীপ্ত বাগচী কুমারখালীর মিলপাড়ার অরুন বাগচীর ছেলে। তিনি কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে প্রতিমা বিসর্জনে অংশ নেওয়া কয়েকজন যুবকের মধ্যে অরিত্র নামে একজন পানিতে ডুবে যাচ্ছিল। তা দেখে দীপ্ত নামে ওই যুবক তাকে উদ্ধার করতে গেলে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দীপ্তর মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।