ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানি খাতে সহায়তা অব্যাহত রাখবে নেদারল্যান্ডস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ১, ২০২২
পানি খাতে সহায়তা অব্যাহত রাখবে নেদারল্যান্ডস

ঢাকা: নেদারল্যান্ডসের পানি বিষয়ক দূত হেঙ্ক ওভিঙ্ক আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত ডাচ সহায়তার আশ্বাস দিয়েছেন।  

`নেদারল্যান্ডস-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর: পানির গল্প’ নিয়ে ‘বই’ উন্মোচন  অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।

শুক্রবার (১ জুলাই) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ও হেঙ্ক ওভিঙ্ক ডেল্‌ফে বাংলাদেশি এবং ডাচ তরুণ ফটোগ্রাফারদের পুরস্কারপ্রাপ্ত ছবি সম্মিলিত এই স্মারক বই প্রকাশ করেছে।

হেঙ্ক ওভিঙ্ক প্রতিটি ব-দ্বীপে পানি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জনগণ-কেন্দ্রিক রূপান্তরে গুরুত্ব আরোপ করেন। তিনি আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত ডাচ সহায়তার আশ্বাস দিয়েছেন।  

বইটি শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান, ডেল্টারেস এবং দূতাবাসের মধ্যে গত ১৬ মাসের সহযোগিতায় পরিচালিত ‘পানি বিষয়ক ছবি প্রতিযোগিতা’র মাধ্যমে তৈরি হয়। গত বছর উন্মুক্ত ফটো প্রতিযোগিতায় ১৬০০ ছবি জমা পড়ে যার মধ্যে জুরি ১০টি ছবি পুরষ্কারের জন্য নির্বাচন করে।   

 ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে প্রকাশিত বইটি যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে আইএইচই, ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি, রয়্যাল হাসকনিংসহ ডাচ পানি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১, ২০২২
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।