ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে প্রতিবন্ধী যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ১, ২০২২
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে প্রতিবন্ধী যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মামুন মিয়া নামে বাক প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।


 
মোবাইল কেনাবেচার টাকা নিয়ে দুই যুবকের মধ্যে ঝগড়া হলে পরবর্তীতে দুইটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গেছে।
 
উপজেলার আলমপুর গ্রামে শুক্রবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া গ্রামটির বাসিন্দা আমীর আলীর ছেলে।
 
পুলিশ জানায়, আলমপুর গ্রামের মোজাহিদ মিয়া নামে এক ব্যক্তির মোবাইল কেনাবেচা নিয়ে একই গ্রামের রিপন মিয়া ও সোহেল মিয়ার মধ্যে বিরোধ ছিল। তিনদিন আগে এ দুইজনের মধ্যে হাতাহাতি হয়েছে। শুক্রবার বিকেলে দুইজনের পক্ষ নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
 
আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রতিবন্ধী মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া মেজর খান নামে টেঁটাবিদ্ধ আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, সংঘর্ষের পর গ্রামের সব পুরুষ পালিয়ে গেছে। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad