ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানবন্ধন

খাগড়াছড়ি: শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ি শিক্ষক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।  

রোববার (০৩ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সামনে এই কর্মসুচি পালন করা হয়।

 

প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে পদক্ষেপ নিতে এবং শিক্ষক সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন বক্তারা।  

ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারের নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড এবং নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়িয়ে লাঞ্চনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলার সরকারি, বেসরকারি, প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষিকারা এ কর্মসুচী পালন করেন।
 
চম্পানন চাকমার সভাপতিত্বে অনুষ্টিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি অমরেন্দ্র চাকমা, প্রাথমিক শিক্ষক সমিতি অমিন্দ্র কুমার ত্রিপুরা, মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির ইউসুফ আদনান, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা, খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, দীঘিনালা কলেজে প্রভাষক মিমি চাকমা ও খাগড়াছড়ি প্রেস ক্লাবেরে সভাপতি জীতেন বড়ুয়া।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি সুশীল সমাজের সচেতন নাগরিকরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এডি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।