ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
চাঁদপুরে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে মসজিদের মিনারের নির্মাণকাজ করতে গিয়ে পাশের দেয়াল ধসে মোহাম্মদ শাহাজান গাজী (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

রোববার (৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ইউনিয়নের চাঁদপুর গ্রামের হাজী বাড়ী সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান গাজী একই গ্রামের সিআইপি বেড়িবাঁধ সংলগ্ন গাজী বাড়ীর বাসিন্দা। আহত শ্রমিক হামিদ গাজী, লিটন গাজী ও কামাল একই বাড়ির লোক। আহত লিটন ও কামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং হামিদ গাজীকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে বলেন, সকালে তারা ১০-১২ জন শ্রমিক মিনারের কাজ করছিল। এ সময় মসজিদের সামনের দেয়াল ধসে শ্রমিকদের গায়ে পড়ে। ঘটনাস্থলেই শাহজাহান গাজীর মৃত্যু হয়। বাকিদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, মসজিদের নির্মাণকাজ তাই এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।