ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বন্যাদুর্গত আরও ৪ হাজার পরিবারে বসুন্ধরার ত্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
সুনামগঞ্জে বন্যাদুর্গত আরও ৪ হাজার পরিবারে বসুন্ধরার ত্রাণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বন্যাদুর্গতদের আরও ৪ হাজার প্যাকেট ত্রাণ দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

রোববার (৩ জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌরসভা সংলগ্ন অস্থায়ী সেনা ক্যাম্পে বন্যা মোকাবিলায় কর্মরত সেনা সদস্যদের হাতে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।

সেনা ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা মেজর আশিক ইকবালের তত্ত্বাবধানে বসুন্ধরা গ্রুপের ত্রাণ গ্রহণ করেন সার্জেন্ট মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, জেলার দুর্গম অঞ্চলের বন্যাদুর্গতদের হাতে বসুন্ধরার ত্রাণ পৌঁছে দেবেন বন্যা মোকাবিলার কর্মরত সেনা সদস্যরা।

বসুন্ধরা গ্রুপের পক্ষে ত্রাণ হস্তান্তর করেন বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় সুনামগঞ্জের বন্যাদুর্গতের মাঝে এ নিয়ে ১৮ হাজার ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।