ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ ঘণ্টায়ও নেভেনি আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
৩ ঘণ্টায়ও নেভেনি আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার শ্রমিকরা সহায়তা করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের তথ্য এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad