ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনতেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনতেন তিনি

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারির দায়ে মো. শাহ আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি নানা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে টিকিট কিনতেন।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

শাহ আলম জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তি ২৪০ টাকার অনলাইন টিকিট ৪০০ টাকায় বিক্রি করতেন।

ইউএনও নাজরাতুন নাঈম বাংলানিউজকে বলেন, শাহ আলম বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে ট্রেনের টিকিট কিনতেন। অভিযানের সময় তিনি যাত্রীদের নিকট ২৪০ টাকার টিকিট ৪০০ টাকায় বিক্রি করছিলেন। হাতেনাতে আটকের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।