ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে জোড়া খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
আড়াইহাজারে জোড়া খুনের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী পশ্চিমপাড়া এলাকায় রোববার (৩ জুলাই) ভোরে রাজিয়া সুলতানা কাকলী ও তার আট বছরের পুত্র তালহাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) নিহত রাজিয়া সুলতানার মা খন্দকার তাছলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম কাজ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে খুনের আসল রহস্য উদঘাটন ও আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।