ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

রংপুর: রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক রাজা মিয়া (৪৫), গীতা রানি (৬০), শাহজাহান মিয়া (৫৫) এবং চার বছরের একটি শিশু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুরে পীরগাছা উপজেলার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। এদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। পথে মাহিগঞ্জে ট্রাকচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার দু’জন প্রাণ হারান। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন ধরণী (৩০), নবাব (৪৫) ও নবাব আলী (৫৭)। তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।