ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চরকাউয়া থেকে বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
চরকাউয়া থেকে বাস চলাচল বন্ধ

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৯টার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মজুমদার।

তিনি বলেন, চরাকউয়া বাসস্ট্যান্ড থেকে বরিশাল ও বাকেরগঞ্জের অভ্যন্তরীণ সাতটি রুটে বাস চলাচল করে। তবে ঘোষণা ছাড়াই নতুন দুটি বাস এ রুটে জোরপূর্বক চলাচল শুরু করলে মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়।

এদিকে মালিক ও শ্রমিক সমিতির লোকজন জানান, স্থানীয় ইউপি সদস্য এনামুল হক সাগর এবং ছাত্রলীগ নেতা সুজন মিলে জোর করে বাস দুটি লাইনে চলাচলের জন্য ঢুকিয়েছে।

বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে মালিক সমিতির লাইন সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাস দুটি জোড় করে স্থানীয় ক্ষমতাসীনরা চালানো শুরু করেন। এরপর সকাল সাড়ে ৯টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। যা এখনও বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।