ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

৯৯৯ কল, গরু ব্যাপারীর ১৫ লাখ টাকা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
৯৯৯ কল, গরু ব্যাপারীর ১৫ লাখ টাকা উদ্ধার

ফেনী: জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দাগনভূঁঞা থানা পুলিশ অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৩০) নামে এক ছিনতাইকারীকে নগদ ১৫ লক্ষ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

জাকির হোসেন দাগনভূঁঞা পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে।

 
পুলিশ জানায়, শুক্রবার (৮ জুলাই) লক্ষীপুরের মহিষ 
ব্যবসায়ী নিজাম উদ্দিন (৩৯) ও তার মহাজনের ছেলে তাইফুল ইসলাম পাটোয়ারীসহ মহিষ বিক্রির নগদ ১৫ লাখ টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে নোয়াখালী চৌমুহনী যাওয়ার  পথিমধ্যে সকাল সাড়ে ৯টার সময় দাগনভূঁঞা আলাইয়ারপুর সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথায় পৌঁছলে ছিনতাইকারী গতিরোধ  করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।  

পরে জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে দাগনভূঁঞায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা মহিষ ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পরে আসামীর বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।  
দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম ছিনতাইকারী গ্রেফতার ও ১৫ লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এসএইচডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।