ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনে ফরিদপুরের রাস্তাঘাট ফাঁকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
ঈদের দ্বিতীয় দিনে ফরিদপুরের রাস্তাঘাট ফাঁকা

ফরিদপুর: সারাদেশে চলছে পবিত্র ঈদুল আজহার ছুটি। ঈদ উদযাপন করতে বেশিরভাগ লোক শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেছেন।

ব্যতিক্রম হয়নি ফরিদপুরেও। গত দু’দিনে ফরিদপুর শহরে মানুষের চলাচল কমে গেছে অনেকখানি।

সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন শহরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে দোকান খোলা থাকতে দেখা গেলেও বেশিরভাগ এলাকায় দোকানপাট ছিল বন্ধ। মানুষের তেমন চলাচল ছিল না।

রাস্তায় যানবাহনও ছিলনা খুব একটা। শহরে বাস চলাচল ছিলনা বললেই চলে। মাঝেমধ্যে দু-একটা ট্রাক, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে ভারী কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শহরের অনেক রাস্তাই ফাঁকা। অভিজাত এলাকা ছাড়া বেশিরভাগ এলাকার দোকানপাট বন্ধ।

আগামীকাল (মঙ্গলবার) সরকারি ছুটি শেষ হচ্ছে। তাই লোক চলাচল বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।