ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

পত্নীতলায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
পত্নীতলায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় সড়কের পাশ থেকে মেহেদী হাসান (২০)  নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  

মঙ্গলবার (১২ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মেহেদী হাসান উপজেলার ঘোষনগর দিঘীর পাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঘোষনগর মাতাজী সড়কের পাশে মেহেদী হাসানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

ওসি আরও জানান, উদ্ধারের সময় মেহেদীর পায়ের নিচে জখম এবং শরীরের বেশকিছু স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো সঠিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখানো কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এসএ
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad