ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গ্রীনলাইন বাস কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
গ্রীনলাইন বাস কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

ঢাকা: রাজধানীর পোস্তগোলা ব্রিজে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (১২জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলাম জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন।

নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, জুয়েল মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারি  করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

সাজ্জাদ আরও জানান, তিনি নিজেও গ্রামে থাকেন। আজ (১২ জুলাই) সকালে রুপগঞ্জে শ্বশুর বাড়ি আসেন। সেখান থেকে বড় ভাই জুয়েলের জন্য কিছু খাবার নিয়ে আসেন। সেই খাবার নিতেই মিরপুর থেকে পোস্তগোলা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন জুয়েল। এ সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে সেখানে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১২ জুলাই, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।