ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

অটোভ্যান চালককে পিষে মারল বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
অটোভ্যান চালককে পিষে মারল বাস দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যানটি

নওগাঁ: নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কছিম উদ্দিন (৬৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

কছিম সদর উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, কছিম ভোলা বাজারে যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বামপাশ থেকে অটোভ্যান নিয়ে ডানপাশের বেইলি ব্রিজের নিচের রাস্তায় নামার চেষ্টা করছিলেন তিনি। এ সময় নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে রাস্তার বাম পাশে টেনে নিয়ে আসে। এতে ঘটনাস্থলেই কছিম উদ্দিন মারা যান এবং বাসের চাপায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।