ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে স্বামী-স্ত্রী আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে স্বামী-স্ত্রী আহত 

বান্দরবান: বান্দরবানে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৮ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাবনার বাসিন্দা আব্দুল মতিন (৫৬) ও তার স্ত্রী সানজিদা বেগম (৪০)।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই দম্পতি গাড়িতে করে আলীকদম থেকে থানচির দিকে যাচ্ছিলেন। পথে ২৮ কিলো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের প্রায় আট ফুট গভীর খাদে পড়ে যায়। এতে আব্দুল মতিন ও তার স্ত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজন মিলে তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, গাড়িচালকের পাহাড়ি রাস্তা সম্পর্কে ধারণা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।