ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জর্দানের অবৈধ বাংলাদেশিরা বৈধ হতে পারবেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
জর্দানের অবৈধ বাংলাদেশিরা বৈধ হতে পারবেন

ঢাকা: জর্দানের অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। জর্দান সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন, ২০২১ সালের আগ পর্যন্ত যারা অবৈধ হয়েছেন, শুধুমাত্র তারা আগামী ১ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাবেন।

 

জর্দানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, অবৈধভাবে অবস্থানকালীন সব জরিমানা ও ফি পরিশোধ সাপেক্ষে বৈধতা অর্জন করা যাবে। তবে যারা জর্দান সরকারের রেকর্ড অনুযায়ী কোনো সামাজিক অপরাধে অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না বলে জানানো হয়।

এটি কোনো সাধারণ ক্ষমা নয় বরং উল্লিখিত সময়ের মধ্যে বৈধতা গ্রহণের সুযোগ, যা অবৈধভাবে বসবাসকারী সব বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।