ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিখোঁজের ২ দিন পর মধুমতি নদীতে মিলল আমিরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
নিখোঁজের ২ দিন পর মধুমতি নদীতে মিলল আমিরের মরদেহ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর আমির হোসন লিটন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘাঘা ধোলইতলা এলাকার মধুমতি নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমির হোসন ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তি‌নি ঢাকার এক‌টি গ্যাস ওয়া‌রিং কোম্পানীতে চাকুরি করতেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার এস এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন আমির হোসন। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন তিনি। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরী দল নদীতে তল্লাশী করেও তার কোনো সন্ধান পায়নি।

তিনি আরও জানান, শনিবার সকালে সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদীতে আমির হোসনের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। তারা আমিরের পরিবারে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।