ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

২০ হাজার মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ কাতার চ্যারিটির 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
২০ হাজার মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ কাতার চ্যারিটির 

ঢাকা: এবারের ঈদুল আযহায় সারাদেশে ২০ হাজার দরিদ্র, এতিম ও অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।  

শনিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

ঢাকা, কিশোরগঞ্জ, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, বাগেরহাট, মাদারীপুরসহ বিভিন্ন জেলার ১৩টি স্পট থেকে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।  

প্রতিটি জায়গাতেই স্থানীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ভৈরব সেন্টারে মাংস বিতরণ কর্মসুচিতে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ড. আমিন হাফিজ ওমর।  

ঢাকার ধামরাইতে এতিম ও অসহায়দের মধ্যে মাংস বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার কাতার চ্যারিটির এমন উদ্যোগকে স্বাগত জানান।  

কাতার চ্যারিটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে উন্নয়নমূলক নানা কাজের সঙ্গে জড়িত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এমএইচ/এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।