ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যাদুর্গতদের একদিনের বেতন দিলেন নৌবাহিনীর সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বন্যাদুর্গতদের একদিনের বেতন দিলেন নৌবাহিনীর সদস্যরা অনুদানের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল

ঢাকা: বন্যা ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৯ জুলাই) গণভবনে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে নৌবাহিনীর সকল সদস্যদের একদিনের সমপরিমাণ বেতন এবং নৌবাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে অনুদানের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরি দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।