ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢামেকের থোরাসিক সার্জারি বিভাগে ধোঁয়া আতঙ্ক, রোগীদের স্থানান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
ঢামেকের থোরাসিক সার্জারি বিভাগে ধোঁয়া আতঙ্ক, রোগীদের স্থানান্তর

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচ তলায় থোরাসিক সার্জারি বিভাগে হঠাৎ কোয়াশার মতো ধোঁয়া দেখা গিয়েছে। এ কারণে ওয়ার্ড খালি করে ১৪ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে অন্য ওয়ার্ডে।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হাসপাতালের একটি সূত্র।  

জানা যায়, ১১১ নম্বর ওয়ার্ডে হঠাৎ ধোঁয়া দেখা যায়। ধীরে ধীরে সেটি বাড়তে থাকে। পরে ওই ওয়ার্ডে ভর্তি থাকা ১৪ রোগীকে ২২১ নম্বর ওয়ার্ডের স্থানান্তর করা হয়।

ওই সূত্র জানায়, কি কারণে ধোয়ার সূত্রপাত সেটা এখনো জানা যায়নি। আগুনের কোনো লক্ষণও দেখা যায়নি। পোড়া পোড়া কোনো গন্ধও নাকে অনুধাবন হয়নি কারও। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেখানে এক ঘণ্টা অবস্থান করে। তারা কোনো আগুন বা আগুনের কারণে ধোয়ার অস্তিত্ব পায়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ঢামেক হাসপাতালের ওই ওয়ার্ডে আগুন অথবা আগুনের কারণে ধোঁয়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কুয়াশার মতো ধোঁয়াশা- এরকম কিছু দেখা গেছে।  

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, থোরাসিক সার্জারি বিভাগে কি কারণে ধোয়া হয়েছে সেটা এখনো বের করা যায়নি। আমরা এক্সপার্ট এনেছি তারা দেখছে। এখন ওই ওয়ার্ডে কোনো ধোয়ার অস্তিত্ব নেই। তবু আমরা ঝুঁকি নিতে চাই না। তাই রোগীদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।