ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে অস্ত্র-মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
নোয়াখালীতে অস্ত্র-মাদকসহ আটক ২

নোয়াখালী: নোয়াখালী পৌরসভা এলাকার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-মাদকমহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তর ফকিরপুর রশিদ কলোনির মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উত্তর ফকিরপুর এলাকার আবুল খায়েরের ছেলে এলমান (২৫) ও চর দরবেশ গ্রামের আবদুল মালেকের ছেলে সবুজ (২২)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ফকিরপুর রশিদ কলোনি মোড়ের একটি ওষুধের দোকানের সামনে থেকে সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতার সন্ত্রাসী এলমানের নামে বিভিন্ন ঘটনায় ১৪টি মামলা রয়েছে। সবশেষ গত কয়েক মাস আগে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে এলমান। তিনি ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের নামে পৃথক মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।