ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে বিদেশি পিস্তল-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ফরিদপুরে বিদেশি পিস্তল-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

ফরিদপুর : বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চেয়ারম্যানের সহযোগী সোহেল হোসেনও (৩৫) আটক হন।

শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়।

এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময় : ২১০৬ ঘণ্টা, ২২ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।