ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত ৯

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নম্বর এলাকায় চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছেন। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার(২৭ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। রবি চাকমার (৪০) ডান পা ভেঙে গেছে ও সামি উদ্দিনের (৪৭) বাম হাত ভেঙে মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনা বাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, সকালে মাচালং থেকে স্থানীয় কিছু যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে। পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।