ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

২৭৯০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নওগাঁয় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
২৭৯০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নওগাঁয় যুবক আটক

নওগাঁ: নেশাজাতীয় নিষিদ্ধ ভয়ঙ্কর মাদক ২ হাজার ৭৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নওগাঁয় এমদাদুল হক (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (২৯ জুলাই) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আটক এমদাদুল একই জেলার মহাদেবপুর উপজেলা শিবরামপুর গ্ৰামের এনামুল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে জেলা শহরের দয়ালের মোড় এলাকায থেকে এমদাদুলকে আটক করে র‌্যাব সদস্যরা। সে সময় তার কাছ থেকে ২ হাজার ৭৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে এমদাদুলের বিরুদ্ধে জেলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।