ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাঘের আক্রমণে আহত হরিণকে সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
বাঘের আক্রমণে আহত হরিণকে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: বাঘের আক্রমণে আহত মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে হরিণটিকে অবমুক্ত করা হয়।

এর আগে গত সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় বাঘের আক্রমণের শিকার হয়ে হারিণটি লোকালয়ে চলে আসে। পরে সুন্দরবন সংলগ্ন বরইতলা গ্রামের আ. মান্নানের বাড়ি থেকে আহত হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ।

সুন্দরবন করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বাংলানিউজকে বলেন, বাঘের থাবায় আহত হরিণটিকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। এটি একটি পুরুষ মায়া হরিণ ছিল এবং এর বয়স চার থেকে পাঁচ বছর। বাঘের থাবায় হরিণটির ডান শিং, ডান পা ও ডান পাশের পিছনের রানের ওপর মারাত্মক ক্ষত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।