ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ওয়াং ই-কে রাজশাহীর আম খাওয়াতে চাই: শাহরিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
ওয়াং ই-কে রাজশাহীর আম খাওয়াতে চাই: শাহরিয়ার

ঢাকা: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে ঢাকা সফরকালে রাজশাহীর আম খাওয়াতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সর্বশেষ সাক্ষাতের সময় ডিনারে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে ব্যাখ্যা করেছিলেন, কীভাবে আমরা কাঁঠাল ভেঙে খাই। তখন সেই ব্যাখ্যা জানতে পেরে চীনের প্রেসিডেন্ট হেসে বলেছিলেন—‘আমি আর কাঁঠাল খেতে চাই না’। আমরা সেই বছরে চীনে আমও নিয়ে গিয়েছিলাম। সেই বছর থেকেই আমরা বিভিন্ন দেশে আম পাঠিয়ে থাকি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা সফরকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে রাজশাহীর আম খাওয়াতে আমি চেষ্টা করবো। চীনে থাইল্যান্ডের ডুরিয়ান ফলের মার্কেট আছে। সে কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা চীনে কাঁঠাল রপ্তানির সুযোগ নিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।