ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
ফরিদপুরে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-৮।

সোমবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় গাঁজা ছাড়াও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, কুমিল্লার লাকসামের আউশপাড়া এলাকার হারুনুর রশিদ মজুমদারের ছেলে মো. ফয়সাল (৩২), একই এলাকার আব্দুল হাকিম মজুমদারের ছেলে মোশারফ মজুমদার (৪০) ও বরিশালের গৌরনদীর নলচিড়া এলাকার ইউনুস খলিফার ছেলে আলামিন খলিফা (৩২)।

ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক তিনজন পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি করে আসছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি টিম তাদের আটক করে।

শফিকুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটকদের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১, আগস্ট ৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।