ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুরার ছুটিতে উৎসবমুখর হাতিরঝিল

মাছুম কামাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
আশুরার ছুটিতে উৎসবমুখর হাতিরঝিল ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি। সড়কে অন্যান্য দিনের মতো যানজট নেই।

ফলে পরিবার নিয়ে বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

মঙ্গলবার (৯ অগাস্ট) রাজধানীর হাতিরঝিল এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এদিন অন্যান্য বিনোদনকেন্দ্রের পাশাপাশি হাতিরঝিল লেকপাড়ের রেস্টুরেন্ট, ওয়াটার সার্ভিস ও লেকের আশপাশে অনেকেই ঘুরতে এসেছেন।

কথা হয় নিকেতন এলাকার বাসিন্দা সরকারি চাকরিজীবী ইলিয়াস হোসাইনের সঙ্গে। স্ত্রীসহ সদ্য বিবাহিত ইলিয়াস হোসেন ঘুরতে এসেছেন হাতিরঝিলে। প্যাডেল বোট ভাড়া করে লেকে ঘুরছিলেন তারা। বাংলানিউজকে ইলিয়াস বলেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছি। নরমালি একা থাকে বাসায়। আজ অফিস ছুটি। তাই ঘুরতে এলাম। ভালোই লাগছে। লেকের এখানে বাতাস প্রচুর। গরমে তাই একটু প্রশান্তিই বলতে পারেন।  

হাতিরঝিলের ওয়াটার সার্ভিসের কাউন্টার মাস্টার সজীব বাংলানিউজকে বলেন, অন্যদিনের তুলনায় আজ যাত্রী বেশি। মূলত ছুটির দিনে এখানে একটু ভিড় থাকে।

পরিবার নিয়ে লেকপাড়ে আনন্দে মেতেছিলেন রামপুরার বাসিন্দা রাশেদুল ইসলাম। বাংলানিউজকে তিনি বলেন, এখানে সব সময়ই বাতাস থাকে প্রচুর। তাই ঘুরতে এলাম। ভালোই লাগছে।

রনি, এরশাদ, তূর্য নামে তিনবন্ধু বসে বাদাম খাচ্ছিলেন লেকপাড়ে। কথায় কথায় জানালেন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা। বাংলানিউজকে তূর্য বলেন, আমরা প্রায়ই এখানে আসি। তবে সন্ধ্যার পর। আজ ভার্সিটি বন্ধ। তাই বিকেলেই এলাম। একটা উৎসবমুখর পরিবেশ এখানে। এ জিনিসটা ভালো লাগে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।