ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডোমারে ২ মাদকসেবীর কারাদণ্ড, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
ডোমারে ২ মাদকসেবীর কারাদণ্ড, জরিমানা

নীলফামারী: নীলফামারীর ডোমারে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড ও পাঁচশ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১০ আগস্ট) দুপুরে বনবিভাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী কার্যালয়ের পরিদর্শক আলমগীর পাশা উপস্থিত ছিলেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন বোড়াগাড়ি ইউনিয়নের রাজপাড়া এলাকার মিতু চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২৮) ও ডোমার শহরের পূর্ব চিকন মাটি এলাকার ফজলুল হকের ছেলে সোহেল রানা (২৬)।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দুপুরে ডোমার বনবিভাগের ভেতরে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেট সেবনের সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি করে মোট চারটি ট্যাবলেট পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল-জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।