ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাগরে ট্রলার ডুবে ১০ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
সাগরে ট্রলার ডুবে ১০ জেলে নিখোঁজ প্রতীকী ছবি

বরগুনা: বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে এফবি নিশান ফিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা জেলেদের মধ্যে ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে পড়ালে ট্রলারটি উপকূলে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

এদিন রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবুল কালামের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এফবি নিশান ফিস নামে ওই মাছ ধরার ট্রলারটি নোয়াখালী হাতিয়া উপজেলার সন্দীপ এলাকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে আখতার হোসেন (৪০) ও সোহেল (২৪) নামে দুই জেলে ছিলেন। তবে বাকি নিখোঁজদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঘটনার পরে দুই জেলেকে ভাসমান অবস্থায় দেখে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করেন। তাদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় সন্দীপ এলাকায়।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে রসদ সামগ্রী নিয়ে এফবি নিশান ফিস ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। সাগরে মাছ শিকারের সময় বরগুনার পাথরঘাটা উপজেলা মিজান মল্লিকের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবুল কালাম দুই জেলেকে ভাসতে দেখে উদ্ধার করেন। তারা হলেন- আফছার ও সোহেল। এছাড়া ভাসতে ভাসতে এসে পটুয়াখালীর মহিপুরে ওঠেন আরও চার জেলে।

কোস্টগার্ডের পশ্চিম জোন নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।