ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধলেশ্বরী নদীতে ২১ যাত্রীসহ ট্রলার ডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
ধলেশ্বরী নদীতে ২১ যাত্রীসহ ট্রলার ডুবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার  ধলেশ্বরী নদীর বক্তাবলী ঘাট এলাকায় ২১ জন যাত্রী নিয়ে নদী পারাপারের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২ জন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাত ৩ টায় এ ঘটনা ঘটে। এসময় ১৯ জন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হয় দুই যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ৩ টায় ২১ জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। এসময় সাঁতরে ও ঘাটের অন্যান্য নৌযানের সহায়তায় ১৯ জন তীরে আসতে পারলেও নিখোঁজ হয় দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজ দুজনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।

তিনি জানান, নিখোঁজদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের খোঁজে আমাদের ডুবুরিরা কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad