ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মেহেরপুর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে।

আবুল কালাম আজাদ বেতবাড়ীয়া গ্রামের ঘাটপাড়া এলাকার মো. আলেক হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই রিপন ওরফে রিপোর্ট বলেন, শুক্রবার (১২ আগস্ট) জুমার নামাজ পড়ার জন্য স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন ভাই। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের হিম ঘরে রাখা আছে।

তিনি আরও জানান, সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে। সৌদি আইন অনুযায়ী মরদেহ দেশে পাঠানো হবে বলে আমাদের জানিয়েছে দূতাবাস।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, আজাদ এক সপ্তাহ হলো সহড়াতলা গ্রামের আকবার হোসেনের মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ করেছেন। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

বাংরাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।