ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মতিঝিলে ১৮ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
মতিঝিলে ১৮ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ১৮ তলা ভবন থেকে নিচে পড়ে শিপন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি অ্যালুমিনিয়ামের বোর্ডের কাজ করার সময় অশাবধানতাবশত নিচে পড়ে যান।

 

শনিবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে মতিঝিল মেঘনা লাইফ ইন্সুরেন্সে ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে মতিঝিল থানা পুলিশ।

মৃত শিপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি মেঘনা ইন্সুরেন্সের ভবনেই থাকতেন।

মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, মৃত শিপন অ্যালোমুনিয়ামের কাজ করতেন। দুপুরে ১৮ তলার বাইরের দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নতন্ত্রের জন্য হাসপাতালে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।