ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে আহত বাইক চালক, চা-বিস্কুট খাইয়ে রফা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে আহত বাইক  চালক, চা-বিস্কুট খাইয়ে রফা

রাজশাহী: রাজশাহীতে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ভেঙে পড়েছে এক মোটরসাইকেল চালকের ওপর। এ ঘটনায় আহত হন তিনি।

তাকে চা-বিস্কিট খাইয়ে ঘটনাটি রফা-দফা করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

রোববার (১৪ আগস্ট) দুপুরে মহানগরীর গোরহাঙ্গা এলাকায় থাকা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। আহতের নাম মো. খোকন।

জানা গেছে, রাজশাহী রেল ভবনের কাছে ওই রেলক্রসিং বাইক নিয়ে পার হচ্ছিলেন খোকন। এ সময় সেখানকার ব্যারিয়ার তার ওপর ভেঙে পড়ে। এ ঘটনায় আহত হন খোকন। তার হাত কেটে গেছে।

এ তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। তিনি আহত খোকনের সাথে কথা বলেন। তার খোঁজ-খবর নেন এবং চা-বিস্কুট খাইয়ে আপ্যায়ন করে বিষয়টি রফা-দফা করেন।

তিনি ব্যারিয়ার ভাঙার বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেবেন বলেও আহত খোকনকে আশ্বাস দেন।

বিকেলে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন অসীম কুমার। সঙ্গে দুটি ছবি জুড়ে দেন।

পোস্টে অসীম লেখেন- আজ (১৪/০৮/২০২২) এই লেভেল ক্রসিং গেটের ব্যারিয়ারটি খোকন নামে এক মোটরসাইকেল আরোহীর উপর হঠাৎ করেই পড়ে যায় এবং কিছুটা আহত হন মর্মে অভিযোগ করলে গেটটি আমার অফিসের কাছে হওয়ায় দেখার জন্য দৌড়ে যাই। অনেক কসরত করেও ব্যারিয়ার এবং মেকানিজম এর ত্রুটি খুঁজে পেলাম না, অথচ ব্যারিয়ারটি পড়েছে এটাও ঠিক, কারণ তার হাত কেটে গেছে। শেষমেশ তার কাছে দুঃখ প্রকাশ করে চা-বিস্কিট খাইয়ে আপ্যায়ন করে বিষয়টির সমাপ্তি টানলাম। তবে গেটের পরীক্ষা নিরীক্ষা চলছে।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদারের সঙ্গে কথা বলতে ফোন করা হয়। কিন্তু তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০২২
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।