ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামে চেয়ে বেশি দামে বিক্রি করায় এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কালইর বাজারের মেসার্স নিলয় এন্টারপ্রাইজকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন জানান, বিভিন্ন সূত্রে বেশি দামে সার বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে মেসার্স নিলয় এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোসা. সাবিনা ইয়াসমিনকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।