ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে সাপের ছোবলে স্কুল ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
ঝিনাইদহে সাপের ছোবলে স্কুল ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়ীয়া গ্রামে সাপের কামড়ে সূর্ষ আহমেদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সূর্ষ আহমেদ ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যকিম বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় নজরুল ইসলাম জানান, বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাবা আশরাফুলের মুদি দোকানে ঘুমিয়ে ছিল সূর্ষ। পরে রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপ তার গলায় কামড় দেয়। এর পর ফোনে বিষয়টি পরিবারকে জানালে তারা সূর্ষকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য কবিরাজ ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফালগুনী রানী সাহ বাংলানিউজকে জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।