ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলানিউজের লোগো ব্যবহার করে প্রতারণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
বাংলানিউজের লোগো ব্যবহার করে প্রতারণা

ঢাকা: দেশের জনপ্রিয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের লোগো ব্যবহার করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাত দিয়ে একটি ফেসবুক পেজে মিথ্যা, বিভ্রান্তিকর ও প্রতারণামূলক খবর প্রকাশ করা হয়েছে।

‘Luck on Duck’ নামে ওই ফেসবুক পেজটিতে শেয়ার করা ছবি ও সংবাদে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে পিপলস লিগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

‘ফোন গেমটি বাংলাদেশকে বদলে দিয়েছে: হাসান’—শিরোনামে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ছবি ও বাংলানিউজের লোগো ব্যবহার করা হয়েছে। প্রতারণামূলক ফেসবুক পোস্টটিতে বলা হয়েছে—“পিপলস লিগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, ফোনে একটি সাধারণ গেম দেশের কঠিন পরিস্থিতি বদলে দিতে পারে। এবং বাংলাদেশের সব বাসিন্দারা দ্রুত তাদের কার্ডে ৭,৫০০ টাকা পেতে শুরু করেছে। এটি ২০২২ সালে সবচেয়ে সহজ সুযোগ। ”

‘Luck on Duck’ নামের ওই ফেসবুক পেজে প্রকাশ করা কোনো তথ্যের সঙ্গে বাংলানিউজের কোনো সংশ্লিষ্টতা নেই।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।