ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে নৌযান চলাচল বন্ধ

ভোলা: ভোলায় বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ এবং জেলার অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচে সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায়  শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে পরবর্তীকালে নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সকাল থেকে জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।  

অন্যদিকে, সব মাছ ধরার নৌকা এবং ট্রালকে নিরাপদে আসতে বলেছে প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।