ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে কয়েল কারখানায় আগুন, দগ্ধ ৪ শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ভৈরবে কয়েল কারখানায় আগুন, দগ্ধ ৪ শ্রমিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন চারজন শ্রমিক।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চবটী এলাকার দুলাল মিয়ার কয়েল কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দগ্ধ শ্রমিকরা হলেন- শামসুদ্দিন (৫৫), মাছুম (২০), দীন ইসলাম (২৮) ও শাকিব (২২)। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুলাল মিয়ার কয়েল কারখানার মেশিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে শামসুদ্দিন, মাছুম, দীন ইসলাম ও শাকিব নামে চারজন শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।

ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।