ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উপহার নিয়ে সেই রবির মায়ের কাছে টিম পজিটিভ বাংলাদেশ

ইউনিভার্সিটি করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
উপহার নিয়ে সেই রবির মায়ের কাছে টিম পজিটিভ বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: উপহার নিয়ে সেই সন্তোষ রবি দাস অঞ্জনের বাসায় গিয়েছেন টিম পজিটিভ বাংলাদেশের গোলাম রাব্বানী।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে সন্তোষের মায়ের হাতে উপহার তুলে দেওয়া হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম রাব্বানী লিখেন, অদম্য জীবনযোদ্ধা কমলী রবি দাস, বিয়ের অল্পকিছুদিন পরেই স্বামীকে হারান, ৬ মাসের শিশুপুত্র সন্তোষকে নিয়ে চা বাগানের শ্রমিক হিসেবে দুঃখ-কষ্ট সহ্য করেও ছেলেকে লেখাপড়া করিয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্টের অদম্য মেধাবী শিক্ষার্থী, সন্তোষ রবি দাস অঞ্জন ও তার চা শ্রমিক, সংগ্রামী জীবন যোদ্ধা মায়ের জন্য Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে দেশ সেরা ব্রান্ড Jamuna Electronics & Automobiles এর একটি ফ্যামিলি সাইজ রেফ্রিজারেটর (৩৫০ লি.), ৩২ স্মার্ট অ্যানড্রয়েড টিভি, মাল্টি কুকার ও দুটি শাড়ি।

দ্রুততম সময়ে চা শ্রমিকদের ন্যায্য দাবি নূন্যতম ৩০০ টাকা মজুরি নিশ্চিত করা হোক।

ফেসবুকে চা-শ্রমিক মা’কে নিয়ে পোস্ট, বহু চাকরির প্রস্তাব পাচ্ছেন ঢাবি ছাত্র

বাংলাদেশ সময় : ১১২৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এসকেবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।