ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

 

নিহত সোহাগ রহমান (৩৩) ঝিনাইদহ সদর থানা এলাকার কানহরপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।  

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়েন সোহাগ রহমান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময় ১২১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।