ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ আটক ২

বাগেরহাট: বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের (তাপ বিদ্যুৎকেন্দ্র) তামার তারসহ দুই চোরকে আটক করেছেন আনসার সদস্যরা।  

বুধবার (২৪ আগস্ট) দিনগত গভীর রাতে তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকের সামনে থেকে ট্রাকসহ দুই চোরকে আটক করা হয়।

পরে অভিনব কায়দায় ট্রাকের চেসিসের ভেতরে লুকিয়ে রাখা চারশ’ কেজি তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা। যার বাজার মূল্য সাত লাখ ৪৫ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ট্রাকচালক  মো. কামাল হোসেন (৪৪) এবং তার সহযোগী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবোনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মেহেদী হাসান (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ৩ আনসার ব্যাটালিয়নের অধনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, এ ঘটনায় মামলা করে আটক ব্যক্তিদের রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।