ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহে আশার আলো দেখছে বাংলাদেশ।  

শুক্রবার (২৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সিলেট সার্কিট হাউজে বন্যা পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের রি-স্যাটেল করার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, জাপানকেও বলেছি। যুক্তরাষ্ট্র এটি ইতিবাচকভাবে নিয়েছে। কতজন রোহিঙ্গাদের তারা নেবে সেটি এখনও আমাদের বলেনি।  

এর আগে রাত ৮টার দিকে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেনসহ সিলেটের সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।