ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আদিবাসী যুবকের আত্নহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আদিবাসী যুবকের আত্নহত্যা

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নিমাই পাহান নামের এক আদিবাসী যুবক আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত নিমাই উপজেলার ভীমপুর ইউনিয়নের পিড়া গ্রামের মৃত বয়তুন পাহানের ছেলে।

নিহতের পরিবার জানায়, আর্থিক সংকটে পড়ে স্থানীয় বেশ কয়েকজন সুদ কারবারির কাছ থেকে ঋণ গ্রহণ করেন নিমাই। এরপর সেই ঋণ শোধ করতে না পেরে সুদ কারবারিদের চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছেন তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যু কি কারণে হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।