ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভারতে ৫ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৮৮ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ভারতে ৫ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৮৮ জেলে

সাতক্ষীরা: ভারতে পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৮ জন বাংলাদেশি।   সাগরে মাছ ধরতে যেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছিলেন তারা।

সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কালিন্দি নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া জানান, এসব জেলে গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফ তাদেরকে আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসব জেলেকে সে দেশেরকারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের সোমবার রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এসব জেলেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।