ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রলির ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
ট্রলির ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী মায়ের কোল থেকে ছিটকে পড়ে রিফাত (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরের দিকে নান্দাইল-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

 

রিফাত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। গত কয়েকদিন আগে পরিবার নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছেন শরিফ।  

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বড় ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন শরিফ ও তার স্ত্রী। এ সময় তাদের সঙ্গে ছোট ছেলে রিফাতও ছিল। পথে তাদের বহনকারী ইজিবাইকটিকে ইট বোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে রিফাত। এ সময় নিয়ন্ত্রণহীন ওই ট্রলিটি রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।