ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে সরকারি চাল মজুদ করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
বান্দরবানে সরকারি চাল মজুদ করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড
 

বান্দরবান: বান্দরবানে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুদ করে বিক্রির অপরাধে মধু দাশ নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত বান্দরবানের ৫ নম্বর ওয়ার্ডের জাদিপাড়ার বাপ্পা স্টোরে অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রির ১৮টি চালের বস্তা জব্দ করেন।

এসময় বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।  

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিন উপস্থিত ছিলেন।

জনগণের জন্য সুলভমূল্যে বিক্রি করার জন্য সরকারের দেওয়া চাল অবৈধভাবে যারা মজুদ করবে, তাদের ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ইউএনও সাজিয়া আফরোজ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।