ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুয়াকাটা সৈকতে বেলিন প্রজাতির মৃত-পচা তিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
কুয়াকাটা সৈকতে বেলিন প্রজাতির মৃত-পচা তিমি

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত-পচা বেলিন প্রজাতির তিমি। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি ভেসে আসে।

স্থানীয়রা বলছেন, তিমিটি অর্ধ গলিত। পচতে শুরু করায় সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ভেসে আসা তিমিটি বিশালাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে আরও একটি বড় তিমি ভেসে এসেছিল। কী কারণে এসব তিমির মৃত্যু হচ্ছে তা বোঝা যাচ্ছে না।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। তিমির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।